মারা গেছেন ‘টম অ্যান্ড জেরি’র পরিচালক
বিশ্বখ্যাত কার্টুন চরিত্র ‘টম অ্যান্ড জেরি’র অন্যতম পরিচালক জিন ডেইচ মারা গেছেন। ১৬ এপ্রিল ৯৫ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর খবরটি টুইটারে জানিয়েছেন প্রকাশক পেট্র হিমেল। জিন ‘পপাই দ্য সেইলর’ নামের কার্টুন সিরিজেরও পরিচালক ছিলেন। অন্যদিকে ‘টম অ্যান্ড জেরি’ সিরিজটিতে আটজন পরিচালক কাজ করেছেন। ১৯৬১-৬২ মৌসুমে জিন এতে যুক্ত ছিলেন।
তার মৃত্যুর আগে বাকি সাত পরিচালকও মারা গেছেন। ‘সিডনি’স ফ্যামিলি ট্রি’ চলচ্চিত্রের জন্য ১৯৫৮ সালে অস্কারের জন্য মনোনীত হন জিন।