উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারিচুর রহমান সোহানের পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার করায়
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারিচুর রহমান সোহান এর পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার করায় মোনায়েম খানের বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন হারিচুর রহমান সোহান।
আজ সোমবার (২১ নভেম্বর) বিকালে আলফাডাঙ্গা চৌরাস্তায় হারিচুর রহমান সোহান এর নেতৃত্বে উক্ত মানববন্ধনে বক্তব্যদেন বীর মুক্তিযোদ্ধা খান ওলিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ নীলু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আনিচুর রহমান হিটলু, জাকির হোসেন প্রমুখ। উক্ত মানববন্ধনে গোপালপুর ইউনিয়নের শতশত মানুষ অংশ গ্রহণ করেন।
পরে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হারিচুর রহমান সোহান।
তিনি বলেন আমার বাবা মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দীর্ঘদিন গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
আমার পরিবারের প্রতি এই মিথ্যাচার করায় মোনায়েম খানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানাচ্ছি।
উল্লেখ্য গতকাল রবিবার (২০ নভেম্বর) বিকালে গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন এর জন্য উপজেলা মনোনয়ন বোর্ড কর্তৃক সোহানের নাম এক নম্বরে সুপারিশ করার প্রতিবাদে মানববন্ধনে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান হারিসুর রহমানের বাবাকে রাজাকার বলে
অপপ্রচার করেন। এ দিকে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু তাহের এর নেতৃত্বে পুলিশ কঠিন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেন।