• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং
ফরিদপুরে স্কুল শিক্ষার্থীদের মধ্যে পুলিশের সাইবার ক্রাইম সচেতনতা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর জিলা স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সাইবার ক্রাইম সচেতনতা ও প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ফরিদপুর জিলা স্কুলে এ কর্মশালার আয়োজন করা হয়। জেলা পুলিশ এ কর্মশালার আয়োজন করে।

ফরিদপুর জিলা স্কুলের প্রধান শিক্ষিকা আফরুজা বানুর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে সুমন রঞ্জন সরকার বলেন, প্রযুক্তির এ সময়ে প্রায় প্রতিটি ঘরে ঘরে মোবাইল ফোন পৌঁছে গিয়েছে। তাইতো, প্রযুক্তির এ ছোঁয়ায় শিক্ষার্থীরাও মোবাইল ফোন ব্যবহারে আসক্তি বাড়ছে। এর সাথে সাইবার অপরাধ প্রতিদিনই আশঙ্কা জনক হারে বাড়ছে। তাইতো এ ব্যাপারে আমাদের সচেতনতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এছাড়া এসময় সুমন রঞ্জন সরকার- কিশোর গ্যাংয়ের ভয়াবহতা, শিক্ষার্থীদের মোবাইল আসক্তি, অনলাইনে জুয়া, মাদক, জুঙ্গিসহ নানা বিষয়ে সচেতনতা বিষয়ক বিস্তারিত বক্তব্য রাখেন।

আয়োজিত কর্মশালায় ফরিদপুরের সিনিয়র সাংবাদিক পান্না বালা, হারুন-অর-রশীদ, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাহুল অনিক প্রমূখ উপস্থিত ছিলেন।

সাইবার ক্রাইম প্রতিরোধ সচেতনতা মূলক এ কর্মশালায় স্কুলটির শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।