• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং
মধুমতি নদীতে ইলিশ ধরার জাল পুড়িয়ে ধ্বংস

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় ৭ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার ঘোষপুর ইউনিয়নের চণ্ডিবিলা ও লঙ্কারচর এলাকায় মধুমতী নদীতে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত মধুমতী নদীতে পরিচালিত অভিযানে সাত হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ করে পোড়ানো হয়। জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় মধুমতি নদীতে অভিযান চালিয়ে সাত হাজার ৫০০ মিটার অবৈধ জাল ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।