• ঢাকা
  • শনিবার, ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
বেশি দামে চাল বিক্রি করায় বোয়ালমারীতে ৭ ব্যবসায়ীকে জরিমানা

উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুর যৌথভাবে অভিযান পরিচালনা করেন

এন ইসলাম,বোয়ালমারীঃ করোনা ভাইরাস আতংকে নিত্য প্রয়োজনীয় পন্যসহ চালের মূল্য বৃদ্ধি করায় ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজার ও ময়েনদিয়া বাজারে ৭ চাল ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার (২১.০৩.২০) উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুর যৌথভাবে অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ বোয়ালমারী সদর বাজারে চাল ব্যবসায়ি বিকাশ এগ্রো ৫ হাজার, রমেশ সাধু এন্ড সন্স ৩ হাজার ও দুই খুচরা ব্যবসায়িকে ১ হাজার করে ২ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক সোহেল শেখ একই উপজেলার ময়েনদিয়া বাজারের পোদ্দার ট্রেডার্স ৫ হাজার, লক্ষী নারায়ণ বানিজ্য ভান্ডার ৩ হাজার ও ত্রিনাথ বানিজ্য ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করেন। অভিযানকালে উপজেলা স্যানিটারী পরিদর্শক ফরিদুল ইসলাম, ক্যাব বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি মুহাব্বত জান চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. নুরইসলাম উপস্থিত র্ছিলেন। এ সময় সকল ব্যবসায়ীকে প্রশাসন কোন নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি না করার অনুরোধসহ নির্দেশ দেন। আর সকল ভোক্তাদের প্রয়োজনের তুলোনায় অতিরিক্ত পন্য না ক্রয় করার পরামর্শ দেন এবং জনস্বার্থে লিফলেট বিতরণ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সহযোগিতায় ছিলেন জেলা পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।