• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ ইং
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে নেমেছে প্রশাসন ও চেম্বার অব কমার্স 

ফরিদপুরে অসাধু ব্যবসায়ীদের নিত্য প্রয়োজনীয় পণ্যে বেশি দামে বিক্রয়

ছবি- মত-বিনিময় সভায় বক্তব্য রাখছেন ফরিদপুর চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ

ফরিদপুরে করোনা ভাইরাসের অজুহাতে বিভিন্ন বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রেক্ষিতে বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পুলিশের গোয়েন্দা বিভাগের সাথে মাঠে নেমেছেন ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ব্যবসায়ী নেতৃবৃন্দ। এতে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে বলে তাদের দাবি।

আরও পড়ুনঃ এখন ব্যবসা নয়, অপরকে সেবা করার সময়- জেলা প্রশাসক অতুল সরকার

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, গত দু’দিনে ফরিদপুর জেলায় ৬৫ জন ব্যবসায়ীকে ৪ লাখ ৭০ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়েছে। কোথাও দ্রব্যমূল্য বেশি নেয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালতে ব্যবস্থা নেয়া হচ্ছে। কাউকে গুজবে কান না দিতে কিংবা আতঙ্কিত না হতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উদ্ভুত পরিস্থিতিতে আজ রোববার জেলা সদরের বিভিন্ন বাজার পরিদর্শনে নামেন ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির (এফসিসিআই) নেতৃবৃন্দ। এফসিসিআই এর প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান বলেন, কেউ যাতে দ্রব্যমূল্য বেশি না নেয় সেজন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। আসছে পবিত্র রমজান মাসকে সামনে রেখেও আমাদের এ তৎপরতা অব্যাহত থাকবে। এর আগে শনিবার মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা হতে বিভিন্ন বাজার পরিদর্শন ও স্থানীয় ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন তারা। এসময় এফসিসিআই এর প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান, পরিচালক আওলাদ হোসেন বাবর, নাজমুল ইসলাম খন্দকার লেভী, মহসিন শরীফ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে করোনার সুযোগে কোন ব্যবসায়ী যাতে দ্রব্যমূল বাড়াতে না পারেন এ ব্যাপারে গোয়েন্দা পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।