• ঢাকা
  • শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ ইং
চরভদ্রাসনে দিনব্যাপি ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষন সম্পন্ন

মো. মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের চরভদ্রাসনে সমবায় সমিতি আইন ও বিধিমালা সম্পর্কে ধারনা অর্জন, সমবায় ভিত্তিক উন্নয়নমূলক কর্মকান্ডের বিস্তৃতকরন ও সমবায়ীদের আত্নকর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনমূখী প্রকল্প গ্রহনের লক্ষ্যে সমবায়ী সদস্যদের অংশগ্রহনে দিনব্যাপী ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষন সম্পন্ন হয়েছে।

আজ বুধবার (২২সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষন সম্পন্ন হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম।

এসময় জেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাজ্জাক সমবায়ীদের সামনে সমবায় সমিতির বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এছাড়াও সমবায় সমিতির বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম. মাহমুদুল হাসান, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা দিবস রঞ্জন বাকচি, জেলা সমবায় প্রশিক্ষক লাকি আক্তার, চরভদ্রাসন ঘর মালিক সমবায় সমিতির সদস্য মো. নজরুল ইসলাম শিকদার, উপজেলা সদর ইউনিয়নের দুগ্ধ মিল্কভিটা সমবায় সমিতির সভাপতি মো. রাছেল জামান, বাজার বনিক সমবায় সমিতির সেক্রেটারি মো. আবুল কালাম, স্বনির্ভর সঞ্চয় ও রিনদান সমবায় সমিতির সভাপতি মো. মনির হোসেন পিন্টু ও মাতৃমঙ্গল সমবায় সমিতির সভাপতি রতন কুমার টিকাদার প্রমূখ।

প্রশিক্ষনে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির ৫০ জন সদস্য প্রশিক্ষনার্থী হিসেবে অংশগ্রহন করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।