• ঢাকা
  • শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ ইং
ফরিদপুর পৌরসভা নির্বাচনে ৩ ও ৯ নং ওয়ার্ডের সেন্টার কমিটি গঠন ও আলোচনা

আসন্ন ১০ ডিসেম্বর ফরিদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী অমিতাভ বোস এর নির্বাচনী সেন্টার কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে বর্ধিত পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের পারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও ৯ নং ওয়ার্ডের শোভারামপুর স্লুইচগেট বাজারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুদ্দিন আহম্মেদ সাঈদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাডঃ অনিমেষ রায়, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলালীগের সদস্য সচিব আইভি মাসুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমিতাভ বোস, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাছ হোসেন, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কে এম সেলিম, মাহবুবুর রহমান, আইন সম্পাদক এ্যাডঃ জাহিদ ব্যাপারী, শহর আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক খাইরুদ্দীন মিরাজসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৯ বছর পর ফরিদপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা অমিতাভ বোসকে মনোনয়ন দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব অমিতাভ বোসকে তথা নৌকাকে বিজয়ী করা। ডিসেম্বর মাস বিজয়ের মাস, এই মাসে ফরিদপুর পৌরসভা নির্বাচনে আমরা জননেত্রী শেখ হাসিনাকে আরও একটি বিজয় উপহার দিতে চাই। আমাদের লক্ষ্য এখন একটা, তা হলো নৌকার বিজয়। নৌকা জিতলে, জিতবে জনগণ। নৌকার বিজয় মানেই, পৌরবাসির বিজয়। নৌকার বিজয় মানেই উন্নয়নের ধারা অব্যাহত থাকা। নৌকার বিজয় মানেই বাক স্বাধীনতার বিজয়। বিগত দিনগুলোতে পৌরবাসি তাদের যে সমস্যা নিয়ে ভুগেছে নৌকা বিজয়ী হলে ক্রমান্ব‌য়ে সকল সমস্যা দূরকরা হবে। ফরিদপুর পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রুপান্ত‌রিত করতে সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।