• ঢাকা
  • মঙ্গলবার, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
দুই সপ্তাহে করোনার ভ্যাকসিন তৈরির ঘোষণা

আগামী দুই সপ্তাহের মধ্যে করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির ঘোষণা দিয়েছেন মার্কিন এক বিজ্ঞানী। যুক্তরাষ্ট্রের টেনসির ন্যাশভিলের মেহারি মেডিকেল কলেজের বিজ্ঞানী ড. ডোনাল্ড অ্যালেন্ডার অ্যান্টি-ভাইরাল এ ড্রাগ তৈরির ঘোষণা দিয়েছেন। এর আগে কয়েক বছর জিকা ভাইরাসের সফল অ্যান্টি-ভাইরাস কাজ করার অভিজ্ঞতা আছে এ বিজ্ঞানীর। যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যম এ সংবাদ জানায়।

ড. ডোনাল্ড অ্যালেন্ডার বলেন, ভাইরাসটি কীভাবে মানুষের শরীরে প্রবেশ করে, এটি কোথায় যায় এবং এটি কীভাবে সংক্রমিত হয় সেটা বুঝেছি। এখন শুধু ওষুধ তৈরির অপেক্ষা। আশা করি, আগামী দুই সপ্তাহের মধ্যে আমি এটা তৈরি করে ফেলব।

জিকা ভাইরাসের অ্যান্টিভাইরাল ড্রাগের সাফল্য ড. ডোনাল্ড অ্যালেন্ডারকে আশাবাদী করে তুলেছে। তিনি নিশ্চিত, তার কাজটি কোভিড-১৯ সংক্রমণে মৃত্যুর হারকে ব্যাপকভাবে কমিয়ে আনতে সহায়তা করতে পারবে।

চীনের উহানে উৎপত্তির পর করোনাভাইরাস ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে। এরমধ্যেই বিশ্বের নামিদামি বিজ্ঞানীরা করোনার ভ্যাকসিন তৈরিতে উঠেপড়ে লেগেছেন। এখনও কেউ সাফল্যের মুখ দেখেননি।

তবে বিভিন্ন দেশে ভ্যাকসিন তৈরির জন্য জোর কাজ চলছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।