দেশে করোনায় ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৪১৪
করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ১২৭ জনে দাঁড়িয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪১৪ জনের শরীরে করোনাভাইরাসে উপস্থিতি শনাক্ত হয়েছে। এর আগে ৩ হাজার ৭৭২ জন আক্রান্ত ছিল। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৮৬ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ জন এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১০৮ জন।