সালথা’য় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
মনির মোল্যা, সালথা (ফরিদপুুর) প্রতিনিধি:
ইন্টারনেটে আসক্তির ক্ষতি’ প্রতিপাদ্য অবলম্বনে ফরিদপুরের সালথায় ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ চত্বরে দুইদিন ব্যাপি এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে সালথা উপজেলা প্রশাসন। মেলায় সালথা সরকারী কলেজ, ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের ১২টি ষ্টল রয়েছে। ষ্টল গুলোতে শিক্ষার্থীরা বিজ্ঞান প্রযুক্তি বিষয়ে তৈরিকৃত বিভিন্ন উপকরণ উপস্থাপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জীবাংস দাস, সালথা থানার অফিসার ইনচার্জ শেখ সাদিক প্রমুখ।
২৩ নভেম্বর ২০২২