ফরিদপুরের আলফাডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়ন সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে ইউএনও তৌহিদ এলাহী’র সভাপতিত্বে এই
সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা ক্যাব সভাপতি কবির হোসেনের সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুর জেলা
সহকারী-পরিচালক শেখ সোহেল ।
সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভিন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ, প্রেসক্লাবের
সাধারণ সম্পাদক উপজেলা ক্যাব এর সহ সভাপতি আলমগীর কবির,টগরবন্দ ইউপি চেয়ারম্যান ইমাম হাচান শিপন, বোয়ালমারী উপজেলা ক্যাব সভাপতি মহব্বতজান চৌধুরী, আলফাডাঙ্গা উপজেলা ক্যাব সহ-সভাপতি সমকাল প্রতিনিধি মো.ইকবাল হোসেন প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি
প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ অনেক ভোক্তা উপস্থিত