• ঢাকা
  • শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ ইং
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি অধ‌্যাপক ডা. আবুল বাসার

ছবি- অধ‌্যাপক ডা. আবুল বাসার

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজের অধ‌্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম। তাকে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ‌্য সেবা বিভাগ সূত্রে এ তথ‌্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। আবুল কালাম আজাদের পদত‌্যাগ গৃহীত হলে অধ‌্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলমকে নিয়োগ দেওয়া হয়।

করোনার সময়ে মাস্ক কেলেঙ্কারিসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে সমালোচনার মুখে অবশেষে ডা. আবুল কালাম আজাদ মঙ্গলবার (২১ জুলাই) জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুনের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন।

বুধবার আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিয়ে পরবর্তী প্রক্রিয়া শুরু করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিয়ম অনুযায়ী আবুল কালাম আজাদের পদত্যাগপত্রটি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্মতির জন‌্য রাষ্ট্রপতির কাছে যায়। সেখান থেকে সম্মতির পর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।