• ঢাকা
  • সোমবার, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং
কুষ্টিয়ায় নৈরাজ্যের বিরুদ্ধে সম্পাদকদের ক্ষোভ প্রকাশ।

কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সাংবাদিক ফারুক আহমেদ পিনু মিলনায়তনে আজ দিনব্যাপী স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কুষ্টিয়ায় জামায়াত বিএনপি পন্থী কথিত সাংবাদিক নামধারী মাদককারবারীদের দ্বারা প্রভাবিত হচ্ছে পুলিশ প্রশাসন। তাদের কথায় আসামী ধরানো ছাড়ানোর বাণিজ্য, মাদক কারবারীদের সাথে অর্থনৈতিক সখ্যতা গড়ে তোলা, ভ্রাম্যমাণ আদালতে যাতে পুলিশ না যায় সেই ব্যবস্থা গ্রহন, ইউনিপেটুইউ এর পাহারাদার ও দালালদের রক্ষা, দৌলতপুর থানার সাথে মাদক ব্যবসা, ভেড়ামারা থানার অদূরে গাঁজার বাগান, মিরপুর থানায় গ্রেফতার বাণিজ্য, কুষ্টিয়া মডেল থানায় ধর্ষনের মামলা না নিয়ে ধর্ষিতাকে আটকে রেখে ধর্ষকের সাথে জোরপূর্বক বিয়ে দেওয়া, ফেসবুকে মুক্তিযোদ্ধার সম্মানহানীর মামলা না নেওয়া, গঞ্জেরাজ পরিবহনে শিশু হত্যা মামলার মুল আসামীকে চার্জশিট থেকে বাদ দেয়, পদ্মা ক্লিনিকে ভুয়া চিকিৎসকের অপারেশনে নিহত প্রসূতির মামলায় আাসামী না করা, পাওনা টাকা আদায় করতে গিয়ে ফেব্রুয়ারি মাসের মিথ্যা মামলা জুলাই মাসে গ্রহন, কুমারখালী থানা বাউল দম্পতির উপর শিবির ক্যাডারের হামলার মামলা না নেওয়া, বাউলের পক্ষে আদালত থেকে ইনজাংশন জারী করা সত্বেও পুলিশ সেই নির্দেশ পালন না করে সেখানে ভবন নির্মাণের সুযোগ করে দেয়, দিনমজুরের মেয়ের ধর্ষণ মামলা না নেওয়া, প্রকাশ্যে গুলি করে মানুষ হত্যা, খোকসা থানা অবৈধ বালি উত্তোলনকারীদের সাথে সখ্যতা গড়ে তোলা, ইবি থানা নিরীহ গ্রামবাসীদের ধরে এনে পিটিয়ে আহত করে, লকআপে আটকে রেখে করে গরু বিক্রি, জমি বিক্রি করে টাকা আদায়সহ নানা অভিযোগ উঠেছে। কুষ্টিয়া থেকে গাড়িতে টিভির স্টিকার লাগিয়ে দর্শনা থেকে অবৈধ মাদক এনে কুষ্টিয়ায় বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বড় বাজার এলাকায় দেদারছে টাপেন্টা বিক্রিসহ নানা অভিযোগ উঠেছে।

এই নৈরাজ্যের বিরুদ্ধে সম্পাদকদের সোচ্চার হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার সাংবাদিকদের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সাহসী লেখবীর আহবান জানিয়েছেন। আমরা তাঁর আহবানে মাঠে থাকবো।সভায় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সভাপতি ও দৈনিক আরশীনগর সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, সহ সভাপতি ও দৈনিক স্বর্ণযুগ সম্পাদক জামিল হাসান খান খোকন, সাধারন সম্পাদক ও কাঙাল কন্ঠ ডটকমের সম্পাদক সোহেল রানা, যুগ্ম সম্পাদক ও রণভূমি ডটকমের সম্পাদক শেখ হাসান বেলাল, দৈনিক হিসনা বাণী সম্পাদক আরিফুজ্জামান লিপটন, কোষাধ্যক্ষ ও দৈনিক কুষ্টিয়া প্রতিদিনের নির্বাহী সম্পাদক মিলন উল্লাহ, দপ্তর সম্পাদক ও দৈনিক সময়ের দিগন্ত সম্পাদক নাহিদ হাসান তিতাস, ক্রীড়া সম্পাদক ও প্রভাষন সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, প্রচার সম্পাদক ও দৈনিক পদ্মা গড়াই এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদ হাসান, নির্বাহী সদস্য ও ডেইলি অথেনটিক এডিটর আফরোজা আক্তার ডিউ, নির্বাহী৷ সদস্য ও কুষ্টিয়া অনুসন্ধান ডটকমের সম্পাদক তৌফিক তপন, সপ্তাহিক মুকুর সম্পাদক আমিরুল ইসলাম, চেতনায় কুষ্টিয়া সম্পাদক জাহাঙ্গীর হোসেন জুয়েল, গণশক্তি ডটকম সম্পাদক রাশিদুজ্জামান,দৌলতপুর বার্তা সম্পাদক সেলিম রেজা বাচ্চু, দৈনিক লালন কন্ঠ সম্পাদক আনারুল ইসলাম, দৈনিক লালনভূমি সম্পাদক রফিকুল ইসলাম, দৈনিক কুষ্টিয়া বার্তার নির্বাহী সম্পাদক সুলতানা পারুল, শাহীন রেজা ( বিডি টাইমস নিউজ),মোঃ চাঁদ আলী (দৈনিক মুক্তির বার্তা) জিল্লুর রহমান ( ডেইলি নিউজ বাংলা), মাসুদুর রহমান ( নিউজ সময় ২৪), শেফাদুল ইসলাম( ডোনেট বাংলাদেশ), নাব্বির আল নাফিজ ( কুষ্টিয়ার কন্ঠ ডটকম), কাজী সাইফুল ( সমকথা ডটকম), এস এম শুভ ( দৈনিক ইনসাফ), মেজবাউদ্দিন পলাশ ( পরিবর্তন ডটকম), রাকিব হাসান (প্রতিদিনের কুষ্টিয়া), এনামুল হক রাসেল ( কুষ্টিয়া রিপোর্ট), জাহাঙ্গীর খান ( জেকে নিউজ), হাফিজুর রহমান জীবন ( স্বাধীন কুষ্টিয়া)।।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।