• ঢাকা
  • শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
নগরকান্দায় ধসে পড়া ব্রিজে বাঁশ দিয়ে যাতায়াত

ছবি-সংগৃহীত

ফরিদপুরঃ জেলার নগরকান্দা উপজেলার জুঙ্গুরদী বাসস্ট্যান্ড সংলগ্ন কুমার নদের উপর নির্মিত বেইলী ব্রিজটি ধসে পড়ার পর থেকে তা সংস্কারে এখনো কোন উদ্যোগ নেয়নি কতৃপক্ষ।

ফলে দিন দিন চরম ভোগান্তিতে পড়েছে ব্রিজ দিয়ে চলাচলরত হাজারো মানুষ। বর্তমানে কুমার নদে নৌকা দিয়ে পাড় হচ্ছেন স্থানীয়রা। তবে নৌকা ভাড়া নিয়ে নানা ক্ষোভের কথা জানিয়েছেন এলাকাবাসী

এদিকে, অত্যন্ত ঝুঁকি নিয়ে ধসে পড়া ব্রিজের উপর দিয়ে অনেকেই চলাচল করছে। ধসে যাওয়া অংশে বাঁশ দিয়ে পাটাতন তৈরী ও হাতল লাগিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করছে। ধসে যাওয়ার ৭দিন পেরিয়ে গেলেও ব্রিজটি সংস্কার না করায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অবিলম্বে এর সংস্কার কিংবা যোগাযোগ রক্ষায় আপাতত ভাসমান ব্রিজ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তারা জানান, ‘বিগত ৮০’র দশকে কুমার নদের উপর এ বেইলী ব্রিজটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে সংষ্কার না করায় ব্রীজটি ধসে পড়ে। একাধিকবার বেইলী ব্রিজটির স্থানে সিমেন্টের ঢালাই ব্রীজ নির্মাণের জন্য মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেও কোনো লাভ হয়নি। ‘

ফরিদপুর সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন জানান, ‘ব্রিজটি ধসে পড়ার পর সেখানে নতুন করে একটি ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে জানানো হয়েছে।সংবাদ সুত্র ঃ আগামী নিউজ

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।