সালথায় ৪ জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় চারজন জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারের একটি মুদি দোকানে জুয়া খেলার সময় তাদেরকে আটক করে।
সালথা থানার ওসি (তদন্ত) সুব্রত গোলদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলার সময় ফুলবাড়িয়া গ্রামের সেকেন শেখের ছেলে জাফর শেখ (৫০), বাংরাইল গ্রামের কালাম মুন্সীর ছেলে মোশারফ মুন্সী (৪৮), আবুল গাজীর ছেলে জাহিদ গাজী (৪০) ও বড় খারদিয়া গ্রামের মৃত হারুন শেখের ছেলে জামাল শেখ (৪২) কে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩০ হাজার ১০ টাকা ও এক বান্ডিল তাস উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।