মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা (২০২০-২১) আজ ২৪ ডিসেম্বর শুক্রবার সকালে প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের সাবেক সদস্যদের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য সাবেক সাধারন সম্পাদক রেশাদুল হাকিম, অনুষ্ঠানে গীতা পাঠ করেন প্রেস ক্লবের সদস্য সঞ্জীব দাস,
এরপর বার্ষিক প্রতিবেদন ও গত সাধারণ সভার রেজুলেশন পাঠ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন। অনুষ্ঠানের বার্ষিক অর্থ রিপোর্ট পেশ করেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক শেখ মনির হোসেন।
অনুষ্ঠানে পরবর্তী পর্বে মুক্ত আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সদস্য বীর মুক্তিযুদ্ধা আমিনুর রহমান ফরিদ, মুন্সি হারুন-অর-রশিদ, মফিজ ইমাম মিলন, মাহফুজুল আলম মিলন, এম এ সালাম, রেশাদুল হাকিম, জাহিদ রিপন, আসাদুল হক, ওয়ালি নেওয়াজ বাবু, রেজাউল করিম, মইজুর রহমান রবি, আবিদুর রহমান নিপু, প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন।