চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিঃ-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে সোমবার বিকেলে কৃষকদের মাঝে বীনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন করা হয়েছে। প্রনোদনা কর্মসূচীর আওতায় ওই দিন উপজেলা চত্তর থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের সরিষা বীজ ও সার বিতরন করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেরা কৃষি অফিসার মোঃ তোফাজ্জেল হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, মোঃ ইয়াকুব আলী, জাহাঙ্গীর কবির বেপারী ও উপজেলার মহিলা আ’লীগ নেত্রী রওশনআরা পারভীন উপস্থিত থেকে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন করেন।
জানা যায়, ওই দিন উপজেলার প্রতিজন কৃষককে এক কেজি করে সরিষা বীজ ও ২০ কেজি করে সার সহ মোট এক হাজার দুইশো কৃষকের মাঝে প্রায় অর্ধ মে.টন সরিষা বীজ ও ২৪ মে.টন সার বীনামূল্যে বিতরন করা হয়।
#
মোঃ মেজবাহ উদ্দিন
চরভদ্রাসন, ফরিদপুর
তাং-২৩/১০/২০২৩ খ্রিঃ