• ঢাকা
  • শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ ইং
ছাগলে গাছের ছাল খাওয়া নিয়ে সালথায় প্রতিপক্ষের হামলায় নিহত- ১

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় ছাগলে মেহগনি গাছের ছাল খাওয়া নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে মতিয়ার রহমান( তাঁরা) মোল্লা (৫০) নামে একজন নিহত হয়েছেন। শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাঁরা মোল্লা ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের প্রতিবেশি রশিদ মোল্লার (পাচু) এর ছেলে দেলোয়ার মোল্লার বাগানের মেহগনি গাছের ছাল খেয়েছে ছাগলে। তখন ওই গ্রামের ওহাব মোল্লার ছেলে সজল মোল্লা (২২) মেহগনি গাছের ছাল খাওয়া দেখতে পেয়ে অতিউৎসাহী হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলে প্রতিবেশী তাঁরা মোল্লা ঘটনা স্থলে এসে সজল কে গালিগালাজ করা বন্ধ করতে বললে সজলের সাথে তাঁরা মোল্লার কথা কাটাকাটি হতে থাকে। কথা কাটাকাটির শব্দ শুনে এক দলভুক্ত রশিদ মোল্লা (পাচু) এর ছেলে ইলিয়াস মোল্লা (৪০) ও সবুর মোল্লা (৩৫) এগিয়ে এসে সজলের সাথে জোট বেধে তাঁরা মোল্লার সাথে কথা-কাটাকাটির চলাকালীন সময়ে তাঁরা মোল্লাকে লাঠি দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়ে মাটি পরে যায়। তাকে আহত করে ঘটনা স্থল থেকে তারা ৩জন পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে, এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

২৪ ডিসেম্বর ২০২২

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।