• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
করোনায় নিউজিল্যান্ডে জরুরী অবস্থা জারি

ছবি- নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

মরণঘাতী করোনাভাইরাসের কারণে এবার জরুরি অবস্থা জারি করল নিউজিল্যান্ড। বুধবার দেশটির ন্যাশনাল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি এ ঘোষণা দেয়।

ফলে এখন থেকে জরুরি কাজে নিয়োজিত ছাড়া দেশটিতে অন্য কেউ বাইরে বেরোতে পারবে না। তবে স্বাস্থ্য সেবা ও খাবারের স্টোর খোলা থাকবে। সেইসঙ্গে ঘরে এবং বাইরে সকল ধরের অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে দেশটিতে।

যান চলাচলেও সীমিত করা হয়েছে। কেবল জরুরি কাজে নিয়োজিত লোকদের জন্য যানচলাচল থাকবে।

এপর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২০৫ জন। সেরে উঠেছেন ২২ জন।

গত বছর ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনার আবির্ভাব ঘটে। এরপর বিশ্বের ১৮০ টির বেশি দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ২২ হাজারের বেশি। মারা গেছে ১৮ হাজার ৯০০। প্রতিক্ষণে এই ভাইরাসে মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়ছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।