• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
ইরানে করোনার পরে আকস্মিক বন্যা

ছবি-সংগৃহিত

করোনাভাইরাসের প্রকোপে নাজেহাল ইরান। এর মধ্যে দেশটিতে আকস্মিক বন্যার দেখা দিয়েছে।

এতে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন ১৭ জন। দেশটির হাসপাতাল সূত্র এ তথ্য জানিয়েছে।

২৩ মার্চ বিষয়টি নিশ্চিত করে ইরানের সড়ক ও নগর উন্নয়নমন্ত্রী মোহাম্মাদ ইসলামি বলেন, ভারি বৃষ্টিপাতের ফলে কয়েক প্রদেশে বন্যা দেখা দিয়েছে। বন্যাদুর্গত এলাকাগুলোর রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় ১২ জনের প্রাণহানি ঘটেছে।

ইরানের তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছেভারি বৃষ্টিপাতে ইরানের ১৯ টি প্রদেশে বন্যা দেখা দিয়েছে। এসব প্রদেশের মধ্যে রয়েছে পূর্ব আজারবাইজানবুশেহরচাহারমাহাল-বাখতিয়ারিদক্ষিণ খোরাসানখোরাসান রাজাভিউত্তর খোরাসানখুজিস্তানসেমনানসিস্তান-বালুচিস্তানফার্সকাজভিনকোমকেরমানকুহকিলুয়েহ-বুয়েরআহমানগুলিস্তানগিলানমাজান্দারানমধ্যপ্রদেশ ও হরমুজগান।

ইরানের রেডক্রিসেট সোসাইটির ত্রাণ ও উদ্ধার কমিটির প্রধান কর্মকর্তা মুর্তজা সালিমি জানিয়েছেনতার কর্মীরা বন্যা দুর্গত ১৯টি প্রদেশে ব্যাপক উদ্ধার তৎপরতা শুরু করেছে।

 

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।