• ঢাকা
  • রবিবার, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ ইং
ফরিদপুরে তীব্র তাপদাহে তৃষ্ণার্তদের ঠান্ডা শরবত পান করাচ্ছে পুলিশ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:

তীব্র দাবদাহ অতিষ্ঠ মানুষ। প্রখর সূর্যের তাপে সাধারণ মানুষের পাশাপাশি সড়কের যানবাহন চালকদেরও বেড়েছে প্রবল তৃষ্ণা। তাইতো এ তীব্র গরমে মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালক-হেলপার ও যাত্রীদের গ্রীষ্মের প্রখর রৌদ্রে ঠান্ডা লেবুর শরবত পান করিয়ে একটু প্রশান্তি দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় এ শরবত পান করানো হয়।

এসময় অন্তত ৪’শ যানবাহনের চালক-হেলপার ও যাত্রীদের এ শরবত পান করানো হয় বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ।

তিনি বলেন, ‘গ্রীষ্মের প্রখর রৌদ্রে  মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালক-হেলপার ও যাত্রীদের কথা মাথায় রেখে ঠান্ডা লেবুর শরবত পান করানোর এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী শনিবার, রবিবারও ফের পান করানো হবে এ শরবত। তীব্র গরমে জনমনে একটু হলেও প্রশান্তি দিতে সক্ষম হয়েছে হাইওয়ে পুলিশ।’

প্রতিবেদক
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
মোবা : ০১৭৪৪৪৮৫৩০০
তাং: ২৫-০৪-২০২৪ ইং

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।