ব্রিটেনের প্রিন্স চার্লস করোনাভাইরাসে আক্রান্ত
ব্রিটেনের ৭১ বছর বয়সী প্রিন্স চার্লস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তার সংক্রমণ মৃদু জানিয়ে তার একজন মুখপাত্র বলেছেন, ‘তিনি ভালো আছেন।’
প্রিন্স অভ ওয়েলস চার্লসের স্ত্রী ক্যামিলা পার্কারেরও করোনাভাইরাস পরীক্ষা হয়েছে। তবে তার এই রোগ ধরা পড়েনি বলে জানিয়েছে ক্ল্যারেন্স হাউজ।
তাদের তথ্য মতে, চার্লস ও ক্যামিলা এখন স্কটল্যান্ডে নিজেদের বাসভবন বালমোরাল প্রাসাদে সেলফ আইসোলেশনে আছেন। প্রিন্স গত কিছু দিন ধরে এখানেই আছেন।
ক্ল্যারেন্স হাউজের বিবৃতিতে বলা হয়েছে, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুবরাজ হিসেবে তিনি অনেকগুলো দায়িত্ব পালন করায় কার কাছ থেকে এই ভাইরাস সংক্রমিত হয়েছেন তা বের করা সম্ভব নয়।’