দক্ষিণ ঝিলটুলিতে মাতালের উৎপাত
বিশেষ প্রতিনিধি:-শহরের দক্ষিণ ঝিলটুলি এলাকায় মদ সহ বিভিন্ন ধরনের মাদক সেবিদের উৎপাতে নাকাল এলাকাবাসী। সন্ধ্যা হলেই লামিয়া মার্কেট, জিলানী মসজিদ, প্রফেসর্স টাওয়ার সংলগ্ন এলাকায় এসব সমাজ বিরোধীদের আনাগোনায় এলাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে।
২৫ ডিসেম্বর সন্ধ্যায় এমন একটি ঘটনার স্বীকার হন এনজিও শাপলার নির্বাহী পরিচালক চঞ্চলা মন্ডল। তিনি একজন বিদেশীনি ও শাপলা শিশু কেন্দ্রের শিশুদের নিয়ে ব্যাপ্টিস্ট মিশন ঘুরে দক্ষিণ ঝিলটুলি লামিয়া মার্কেট সংলগ্ন এক বন্ধুর বাড়িতে এলে মাতালদের খপ্পরে পড়েন। মাতালরা চঞ্চলা মন্ডলের গাড়ির ড্রাইভারকে মারধোর করে এবং গাড়িতে থাকা বিদেশীনি ও বালিকাদের উপর ঝাপিয়ে পড়তে চেষ্টা করে। স্থানীয় কয়েক ব্যক্তির হস্তক্ষেপে রক্ষা পান বিদেশীনি সহ গাড়ির অন্য বালিকারা।
এলাকায় পুলিশ তৎপরতা বাড়ানো দরকার বলে আশা করেন স্থানীয়রা।