করোনায় বন্ধুপ্রতিম চীনের অনুদান
করোনাভাইরাস প্রতিরোধে চীনের প্রতিশ্রুত ১০ হাজার টেস্টিং কিটস এবং ১০ হাজার ডাক্তার ও নার্সদের ব্যবহারের পোশাক (পিপিই) নিয়ে বিশেষ বিমানটি কুমনিং থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
ঢাকায় অবস্থিত চীনের দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, সন্ধ্যা ৬টা নাগাদ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং উপহারগুলো বিমানবন্দরেই বাংলাদেশের কাছে হস্তান্তর করবেন। এরপর চীন থেকে আরেকটি চালান ঢাকায় আসবে আগামী রোববার (২৯ মার্চ)।
গত ১৮ মার্চ ঢাকায় চীনের দূতাবাস এক বিবৃতিতে করোনাভাইরাস ইস্যুতে বাংলাদেশকে এই সহায়তা দেওয়ার কথা জানায়।
এর আগে চীনা দূতাবাস বাংলাদেশ কর্তৃপক্ষকে ৫শর বেশি কোভিড-১৯ টেস্ট কিটস হস্তান্তর করে।