• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং
ফরিদপুরে লকডাউনের ৪র্থ দিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী টহল

কে এম রুবেল, ফরিদপুর।

করোনা ভাইরাস সংক্রামন রোধে বিধি নিষেধ কার্যকর করতে সেনাবাহিনী ও প্রশাসন দিন রাত মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। লকডাউনের ৪র্থ দিনে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনী টহল পরিচালনা করে।

সেনাবাহিনীর টহলের সাথে ভ্রাম্যমান আদালত উপস্থিত ছিলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা লকডাউনের বিধি নিষেধ অমান্য করায় ৮জনকে জরিমানা করেন। সেনাবাহিনীর টহল কমান্ডার ক্যাপ্টেন ইমরুল কায়েস বলেন, লকডাউনের বিধি নিষেধ কার্যকর করতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও সেনাবাহিনী এই দূর্যোগপূর্ণ মুহুর্তে অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা বলেন, করোনা ভাইরাসজনিত রোগ এর বিস্তার রোধে বিধি নিষেধ প্রতিপালন নিশ্চিত করতে সোমবার সেনাবাহিনীর সদস্য বৃন্দ ও চেক পোষ্টে দায়িত্বরত পুলিশ বাহিনীর সদস্য, আনসার সদস্য ও সাংবাদিবৃন্দের উপস্থিতিতে শহরের বিভিন্ন গুরুত্ব পূর্ণ স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিধি নিষেধ অমান্য করায় ৮জনকে জরিমানা করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।