মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)র খাল খনন কাজের শুভ উদ্বোধন করছেন ফরিদপুর- ২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী (লাবু) এমপি।
সোমবার বিকালে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের আইনপুরে গ্রামে ১২ লক্ষ টাকা ব্যায়ে এক কিলোমিটার খাল পুনঃ খনন কাজের কাজের শুভ উদ্বোধন করেন তিনি।
এ সময় স্থানীয় বাসিন্দারা লাবু চৌধুরীকে স্বাগত জানান এবং আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ব্যপক প্রশংসা করেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হকের সভাপতিত্বে উপস্থিত উপজেলা চেয়ারম্যান মনিরজ্জামান সরদার, বিএডিসি ফরিদপুর জনের সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ।
এ সময় লাবু চৌধুরী আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য প্রদান করেন।
২৬ ডিসেম্বর ২০২২