• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
এমপি মোশাররফ হোসেন ৫০০ পিপিই দিলেন চিকিৎসকদের মাঝে

ফরিদপুরে চিকিৎসকদের হাতে ৫০০ পিপিই তুলে দিচ্ছেন খন্দকার মোশাররফ হোসেন এমপি

আজ ২৭ মার্চ শুক্রবার সকাল ১১ টায় শহরের বদরপুরে অবস্থিত আফসানা মঞ্জিলের বাসভবনে ফরিদপুরে সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে এসব পিপিই তুলে দেন সদর আসনের, সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইন্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

এরমধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ৩শ’ এবং ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালের জন্য দুই শ’ পিপিই বিতরণ করা হয়।


এসময় আরও উপস্হিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খবিরুল ইসলাম, ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন চৌধুরী টিটো, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, যুগ্ন সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, জেলা যুবলীগের আহ্বায়ক এইচ এম ফোয়াদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, মরণঘাতী করোনাভাইরাস এখন একটি বৈশ্বিক দুর্যোগ। এখনো আমাদের দেশে এই ভাইরাস অনেকটা নিয়ন্ত্রণে আছে। এই দুর্যোগ কাটিয়ে উঠতে শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়, দরকার সকলের সহযোগীতা । আমরা  সকলেই সচেতন হলেই এই দুর্যোগের হাত থেকে কাটিয়ে উঠা সম্ভব। আমরা বীরের জাতি,প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন । ইনশাআল্লাহ আমরা এই যুদ্ধে বিজয়ী হবো।

তিনি আরও বলেন ফরিদপুর শহরে আওয়ামী লীগের উদ্যোগে ২৭টি এবং ইউনিয়ন পর্যায়ে ১২ টি সহযোগিতা কেন্দ্র খোলা হয়েছে। আপদকালীন সময়ের জন্য আমরা দলীয় নেতৃবৃন্দের পক্ষ হতে ৩০ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করবো।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় ফরিদপুরে নতুন করে ৯১ জনকে হোম কোয়ারান্টাইন করা হয়েছে। এখন পর্যন্ত ১৫৬৭ জন হোম কোয়ারান্টাইন রয়েছেন। আর সময়সীমা অতিক্রান্ত হওয়ায় ৮৮ জনকে মুক্ত হয়েছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।