২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৪৯৭
দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৫২ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ৪৯৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর আগে আক্রান্ত ছিল ৫ হাজার ৪১৬ জন।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ০০ জন করোনামুক্ত হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি গেছেন ১২২ জন।