সনতচক্রবর্ত্তীঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি এবং জেলা জজ কোর্টের সাবেক পিপি এড. খসরুজ্জামান দুলু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি কেন্দ্রীয় যুবলীগের সদস্য এবং এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার নিয়াজ জামান সজিবের বাবা।
শনিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুরে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ মো. আবদুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এডভোকেট লিয়াকত শিকদার, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খান মঈনুল ইসলাম মোস্তাক তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।