মহামারি করোনাভাইরাসে বিশ্বের ৩০ লাখ ৪৫ হাজার ৮৪ জন মানুষ আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে ২ লাখ ১০ হাজার ২৮২ জন। এই ভাইরাসের সঙ্গে লড়াই করে সেরে উঠেছে ৯ লাখ ১৬ হাজার ১৮২ জন।
৩০ লাখ আক্রান্তের মধ্যে সর্বোচ্চ ৯ লাখ ৯৯ হাজার ৭০৬ জন আক্রান্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় সর্বোচ্চ ২ লাখ ২৯ হাজার ৪২২ জন আক্রান্ত হয়েছে স্পেনে। ইতালিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ৪১৪ জন।
ফ্রান্সে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৮৪২ জন। জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ২১৩ জন। যুক্তরাজ্য আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৪৯ জন। ১ লাখ ১২ হাজার ২৬১ জন আক্রান্ত হয়েছে তুরস্কে।
এ ছাড়া ইরানে ৯১,৪৭২, রাশিয়ায় ৮৭,১৪৭, চীনে ৮২,৮৩০ ও ব্রাজিলে ৬৩,৩২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
গেল বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে করোনাভাইরাসের প্রথম রোগী সনাক্ত হয়। এরপর ১১৯ দিনের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ে বিশ্বের ২১০টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চলে। আক্রান্ত করেছে ৩০ লক্ষাধিক মানুষকে।