মির্জা মনিরুজ্জামান বাচ্চুর মৃত্যুতে কাজী সিরাজুল ইসলাম এর শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ 4 বছর আগে
354 বার দেখা হয়েছে
০
ফরিদপুর জেলার মধুখালী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম।
তিনি কোভিড-১৯ করোনায় আক্রান্ত হয়ে বুধবার রাত দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
মির্জা মনিরুজ্জামান বাচ্চুর মৃত্যুতে মধুখালি উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। কাজী সিরাজুল ইসলাম মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।