• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৪ ইং
আলফাডাঙ্গায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কবীর হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ
ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

২৭ জুন বিকাল ৩ টায় দিকে;আলফাডাঙ্গা উপজেলা কমপ্লেক্স মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

প্রথম ভেন্যুতে বঙ্গমাতা বালিকা দলে সদর ইউনিয়নের বেজিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।

উভয় দলের মধ্যে গোল শুন্য ভাবে ড্র হয়। এরপর উভয় দলের মধ্যে টাই-বেকার অনুষ্ঠিত হয়।

এতে পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দলকে ৫-৪ গোলের ব্যবধানে পরাজিত করে বেজিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয চ্যাম্পিয়ন হয়েছে।

অপরদিকে একই ভেন্যুতে বালক দলে বিকাল সাড়ে ৪টায় দিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৩-০ গোলের ব্যবধানে শীরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দলকে পরাজিত করে কটুরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

উপজেলা নির্বাহি কর্মকর্তা শারমীন ইয়াছমীন এর সভাপতিত্বে বক্তব্য দেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী মনিরুল হক,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রীতি কনা বিশ্বাস,সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিক প্রমুখসহ অনেকে।

অনুষ্ঠানটিন সঞ্চালনা করেন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামসের উদ্দিন টিটো।

জানতে চাইলে উপজেলা নির্বাহি কর্মকর্তা শারমীন ইয়াছমীন বলেন, আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের যে চেতনা তা শিশুদের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য এই ফুটবল টুর্নামেন্ট। আলোকিত সমাজ গড়ার জন্যও এই টুর্নামেন্ট ভূমিকা রাখবে।

খেলা শেষে অতিথিবৃন্দ বঙ্গবন্ধু ও বঙ্গমাতার উভয় দলের সকল চ্যাম্পিয়ন, রানার আপ, সেরা খেলোয়াড়সহ সকল খেলোয়াড়দের হাতে গোল্ড মেডেল পুরস্কার তুলে দেন।

কবীর হোসেন
তারিখ ২৮ জুন ২৪

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।