রাজশাহী জেলার তানোর উপজেলার রাজশাহী তানোর ও মোহনপুরে সংলগ্ন অত্র এলাকার ঐতিহ্যবাহী কালিগঞ্জহাট, এখানে রাজশাহীর মোহনপুর, গোদাগাড়ী, তানোর চাঁপানবাবগঞ্জসহ কয়েক জেলার ধান ও কাঁচা মাল তরিতরকারি আমদানী হয়। ধান ইজারা মন প্রতি ৫ টাকা, টাকা খাজনা আর টাকা পরিস্কার বাবদ ধার্য করা হয়েছে,কিন্তু দুঃখের বিষয় টাকা হাট পরিস্কার বাবদ রাখা হলেও এখানে পরিস্কারের কোন চিন্হ পাওয়া যায়না এ হাটে।
সারা বছর এ ধান হাটে দেখা যায় শুধুই আবর্জনা আর একটু বৃষ্টি হলেই পাকা রাস্তাটি ধানের ক্ষেতে পরিনত হয়, যেটি দেখলেই বোঝা যাচ্ছে। মানুষ চলাচলের খুবি অন উপযুক্ত হয়ে পড়ে, যেন দুর্ভোগের শেষ নেই। অনেকে যায় হাটের দক্ষিন দিকে উপর দিয়ে, কেউবা কাদা আবর্জনা সেই পাকা রাস্তা দিয়ে যেতে গেলে আচড়ে পড়ে কাদা গায়ে বাড়ী ফেরে।
এ যেন এক কান্ড কারখানা। এই দূর্ভোগ থেকে জনসাধারণ ও ব্যবসায়ী মহল যাতে করে রক্ষা পায় সেই দিকে সু-দৃষ্টি দিবেন অত্রএলাকার সংসদ সদস্য ও রাজশাহী জেলা প্রশাসক মহোদয়।।