মধুখালীর বেলেশ্বর রুপালী ট্রাস্টের শীতার্তদের মাঝে শীতবস্ত্র লেপ বিতরণ
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : বেলেশ্বর রুপালী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বাজারস্থ কার্যালয়ে এলাকার অসহার দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে লেপ বিতরণ করা হয়েছে।
সোমবার বিকাল ৪টায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা ইফতেখার আজম নিলু।
রুপালী কল্যাণ ট্রাস্টের সভাপতি মো. মুনজুর রহমান মোল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুখেন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি উৎপল কুমার ভৌমিক, উপদেষ্টা ডা. তপন কুমার ভৌমিক সুকুমার, মো. ইসমাইল হোসেন মোল্যা প্রমুখ। এ সময় ট্রাস্টের উপদেষ্টা মন্ডলী ও কার্যকরি পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেড় শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।