• ঢাকা
  • রবিবার, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
সৌদি’তে বাঙ্গালী যুবকের আত্মহত্যা এলাকায় চলছে শোকের মাতম

মোঃ নুরুল ইসলাম , সদরপুর, ফরিদপুর থেকে

সৌদি আরবের রিয়াদে নিজের বাসার ভিতরে ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্বহত্যা করেছেন এক বাংলাদেশী যুবক। তার নাম জাহিদ মাতুব্বর। সে ফরিদপুরের সদরপুর উপজেলার সাতরশি গ্রামের বাদল মাতুব্বরের পুত্র। গত ২৬ ফেব্রুয়ারী (সোমবার) সৌদি আরবের রিয়াদে নিজের থাকার রুমে সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। এই সংবাদ এলাকায় পৌছালে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে নিহত জাহিদের পারিবারিক সুত্রে জানা যায়, উন্নত জীবনের আশা আর পারিবারিক সুখ স্বাচ্ছন্দের জন্য গত ৪/৫ মাস পুর্বে সৌদি আরবে পাড়ি জমান বাদল মাতুব্বরের পুত্র জাহিদ মাতুব্বর। সৌদি আরব যাওয়ার পর থেকেই নিজেকে প্রবাসে মানিয়ে নিতে পারছিলেন না। মাঝে মধ্যেই বাড়ি আসার জন্য কান্নাকাটি করতো। পরিবারের দায়দেনার কথা চিন্তা করে বাড়ি আসাও তার জন্য মুশকিল ছিল। এসব চাপ সামলাতে না পেরে গত ২৬ শে ফেব্রুয়ারী (সোমবার) বাংলাদেশ সময় আনুমানিক বেলা ১১ টায় সৌদি আরবের রিয়াদ শহরে রুমের মধ্যে সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেন জাহিদ মাতুব্বর(১৮) এই খবর তার পরিবারে এসে পৌছালে পুরো এলাকাজুরে শোকের ছায়া নেমে আসে। বাকরুদ্ধ হয়ে পরেছে নিহত জাহিদের বাবা মা। বার বার মুর্ছা যাচ্ছেন জাহিদের বাবা বাদল মাতুব্বর। এ প্রতিবেদকের সাথে আলাপ কালে নিহত জাহিদের বাবা বাদল মাতুব্বর বলেন, আমার ছেলের লাশ যত দ্রুত সম্ভব দেশে আনার জন্য তিনি সরকারের পররাস্ট্র মন্ত্রনালয় ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সাহায্য পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন।

মোঃ নুরুল ইসলাম
সদরপুর, ফরিদপুর
০১৭৩১৬১৭৫৯৫

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।