• ঢাকা
  • সোমবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৪ ইং
ফরিদপুরে ডায়াবেটিক সচেতনতা দিবস পা

ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে ডায়াবেটিক ‌ সচেতনতা দিবস পালিত হয়েছে
এ উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে নয়টায় ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ ৩য় তলায় লেকচার হল-১ এ ফরিদপুর ডায়াবেটিক সমিতি (ফডাস)-র সহ-সভাপতি জনাব শেখ আবদুস সামাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার
আলোচনার শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন ডিএফ-১৪ ব্যচের ছাত্র সাদমান রাফি, গীতা পাঠ করেন ডিএফ-১৪ ব্যচের ছাত্রী সৃষ্টি দে, আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউরোলজী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ সানজানা আহমেদ সিনথি, পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ডাঃ কেয়া খাতুন, কনসালটেন্ট, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি বিভাগ।
আলোচনায় অংশগ্রহণ করেন সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডাঃ আ.স.ম. জাহাঙ্গীর চৌধুরী টিটো, অধ্যাপক আব্দুল হামিদ মোল্লা-
জীবন সদস্য, প্রফেসর ডাঃ সৈয়দ গোলাম কিবরিয়া- বিভাগীয় প্রধান প্যাথলজি বিভাগ, প্রফেসর মোঃ শাহজাহান- কার্যনির্বাহী সদস্য, ফডাস, প্রফেসর শেখ আবদুস সামাদ- সহ-সভাপতি, ফডাস।
প্রধান অতিথি তার বক্তব্যে চিকিৎসার মান উন্নয়ন সহ ইনসুলিন সার্বজনীন সহজলভ্য করার প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি অসহায় ডায়ালাইসিস রোগীরা যাতে বিনামূল্যে ডায়ালাইসিস করতে পারে সেজন্য ধর্নাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার জন্য আহ্ববান জানান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সমিতির কার্যনির্বাহী সদস্য বাবু চিত্ত রঞ্জন ঘোষ কার্যনির্বাহী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আমিনুর রহমান ফরিদ, ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মোসলেম উদ্দিন, প্রফেসর ডাঃ মোঃ মহিদুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ, প্রফেসর ডাঃ জে.সি. সাহা, প্রফেসর ডাঃ ইউসুফ আলী, প্রফেসর ডাঃ আবু হাশেম মিয়া, জনাব মজিবুর রহমান-সহকারী পরিচালক (প্রশাসন) প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ এর শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।