শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ ও ব্যাংক এশিয়ার মাধ্যমে ভাতা প্রদান শুরু
পিন্টু অধিকারী মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শাহজাহানপুর ইউনিয়ন পরিষদে ও ব্যাংক এশিয়া লিমিটেড এর যৌথ তত্ত্বাবধানে আজ থেকে শাহজাহানপুর ইউনিয়নের ভাতা প্রদান শুরু হয়েছে। আজ ২৮/০৪/২০২০ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকা হইতে ৬নং শাহজাহানপুর ইউনিয়নে ব্যাংক এশিয়া লিমিটেড এর মাধ্যমে সামাজিক দুরত্ত্ব বজায় রেখে ১নং ওয়ার্ডে ৬ মাসের একত্রে ৩৭ জন মহিলা কে ১,১১,০০০/-(এক লক্ষ এগার হাজার টাকা মাত্র) বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ৬নং শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যন সাহেব তৌফিকুল আলম চৌধুরী। ব্যাংক এশিয়া অফিসার সালমান শাহ,ইউনিয়ন সমাজকর্মী ইয়াসমিন আক্তার ও উদ্যোক্তা বিষ্ণু সরকার। উল্লেখ্য পূর্বে ভাতা ভোগীদের নোয়াপাড়া থেকে ভাতা আনতে হতো। তবে ভাতা ভোগীদের সুবিধার্থে আজ থেকে ভাতা ভোগীরা শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ থেকেই ভাতা নিতে পারবেন।