করোনাভাইরাস বিস্তার রোধে আওয়ামীলীগের সংক্ষিপ্ত আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক:
আজ মঙ্গলবার বিকেল ৪টায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় ধানমন্ডিতে সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক প্রমুখ।
বৈঠকে তাঁরা দেশের বিভিন্ন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে করোনাভাইরাসের বিস্তার রোধে সারাদেশে ত্রাণ কার্যক্রম ও কৃষকদের ধান কাটার বিষয়ে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।