• ঢাকা
  • রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং
টাইমস ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা শরীফ আফজালের প্রথম মৃত্যুবার্ষিকী ২৯ ডিসেম্বর বুধবার

মাহবুব পিয়াল,২৮ ডিসেম্বর,  ফরিদপুর:

ফরিদপুরের একমাত্র বেসরকারী বিশ্ববিদ্যালয় টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শরীফ এম. আফজাল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী বুধবার (২৯ ডিসেম্বর)। একজন সফল ব্যবসায়ী নেতা, গুনী সংগঠক ও শিক্ষাবান্ধব ব্যক্তিত্ব হিসেবে তিনি নর্দান কলেজ ও টাইমস ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় যুক্ত ছিলেন। আশির দশকে তিনি ব্যবসায়ী নেতা হিসেবে প্রতিষ্ঠা পান। তিনি বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধিদলের সদস্য হয়ে বিশ্বের বিভিন্ন দেশ সফর করেন। তিনি বঙ্গবন্ধুর আস্হাভাজন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত বছর এদিনে তিনি মৃত্যুবরণ করেন। ফরিদপুরের পশ্চিম খাবাসপুরের টাইমস ইউনিভার্সিটির ক্যাম্পাসে এবং গ্রামের বাড়ি মধুখালী উপজেলার খোদাবাসপুর গ্রামে মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়েছে পরিবারের পক্ষ হতে।

প্রসঙ্গত, ১৯৫০ সালের পহেলা জানুয়ারি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার খোদাবাসপুর গ্রামের সম্ভান্ত মুসলিম পরিবার ‘শরীফ বাড়ি’তে জন্মগ্রহণ করেন শরীফ এম. আফজাল হোসেন। বোয়ালমারীর বাইখির জমিদার আব্দুল আজিজ মিয়ার নাতি বেগম সাখাওয়াত বানু তাঁর স্ত্রী।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।