• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
করোনায় ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া জাপান সাগরের দিকে দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। শনিবার(২৮ মার্চ) দিবাগত রাতে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

জাপান সরকারের পক্ষ থেকেও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দক্ষিণ কোরিয়া সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, উত্তর কোরিয়ায় পিয়োঙ্গান প্রদেশ থেকে জাপান সাগরের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রের দেওয়া তথ্যানুযায়ী, উত্তর কোরিয়া যে দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, সেগুলো প্রায় ৩০ কিলোমিটার উঁচু দিয়ে ২৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে।

উত্তর কোরিয়ার এমন কর্মকাণ্ডের সমালোচনা করেছে দক্ষিণ কোরিয়া সেনাবাহিনী। তাদের দাবি, করোনা ভাইরাস নিয়ে বিশ্ব সংকটের মধ্যে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ঠিক হয়নি।

সামরিক মহড়ার অংশ হিসেবে এ মাসে আট থেকে নয়বারের মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া। গত ২১ মার্চেই স্বল্পপাল্লার আরো দুটি ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছিলো উত্তর কোরিয়া। তখনও এর তীব্র সমালোচনা করে দক্ষিণ কোরিয়া।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।