করোনা মোকাবেলায়
২৯ জুন ২০২০ সোমবার
করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী পরিস্থিতি মোকাবেলায় আরও চার হাজার নার্স নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এরই মধ্যে এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি৷
সোমবার ২০২০-২১ সালের অর্থবছরের প্রাস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদকে এ তথ্য জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন: করোনায় সংক্রমিত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে অল্প সময়ের মধ্যে দুই হাজার ডাক্তার ও ছয় হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। আরও দুই হাজার চিকিৎসকের পদ সৃষ্টি করা হয়েছে। স্বাস্থ্য খাতে তিন হাজার টেকনিশিয়ানের পদ সৃষ্টি করা হয়েছে। তাদের নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছে।
করোনা পরিস্থিতি মোকাবেলায় তার সরকারের গৃহীত পদক্ষেপগুলো সংসদের সামনে তুলে ধরে সংসদ নেতা বলেন: যন্ত্রপাতি, টেস্ট কিট, সরঞ্জামাদি কেনাসহ চিকিৎসাসুবিধা আরও বাড়ানোর লক্ষ্যে আমরা দ্রুততম সময়ে ২ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে দুটি প্রকল্প অনুমোদন দিয়েছি। আরও একটি প্রকল্প চূড়ান্ত পর্যায়ে।
প্রকল্পগুলো বাস্তবায়িত হলে করোনা মোকাবেলায় আমাদের সামর্থ্য আরও বাড়বে বলে এসময় মন্তব্য করেন তিনি৷