• ঢাকা
  • শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ ইং
ফরিদপুরে গত ২৪ ঘন্টায় করোনায় সর্বোচ্চ ৬ জনের প্রাণহানি

ছবি ঃ- প্রতিকী

নিজস্ব প্রতিবেদকফরিদপুরের গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মারা গেছে।

ফরিদপুর সিভিল সার্জন ডাক্তার ছিদ্দিকুর রহমান জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জন মারা গেছে।

মারা যাওয়া ৬ জনের মধ্যে ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ছিল। বাকিরা উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

জেলার এই স্বাস্থ্য কর্মকর্তা বলেন, এই সময় ২৭৯ জনের নমুনা পরীক্ষা করে ১২৫ জনের শনাক্ত হয়েছে। যার আক্রান্তের হার ৪৪.৮০ শতাংশ। মহামারি করোনাভাইরাসে এ পর্যন্ত ফরিদপুরে ২২১ জন মারা গিয়েছে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজের আইসিইউ ওয়ার্ডে ১৫ রোগী ভর্তি রয়েছে। এছাড়াও করোনাভাইরাসে সাধারণ ওয়ার্ডে ২৩১ জন রোগীর চিকিৎসাধীন রয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।