• ঢাকা
  • শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং
ভাঙ্গায় হাইওয়ের টোল ফাঁকির দায়ে বিভিন্ন যানবাহনে জরিমানা

মোঃ রমজান শিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-৩০/১০/২০২০
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের ভাঙ্গা অংশের বগাল টোল প্লাজার টোল ফাকি দিয়ে সার্ভিস রোড ব্যবহার করে আসছে বিভিন্ন যানবাহন। এতে করে প্রতিদিন সরকার হারাচ্ছে রাজস্ব। একইসাথে মালিগ্রাম হাইওয়ে এক্সপ্রেসের পকেটের দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়াও পথচারীদের নানা দুর্ভোগ সহ ছোটখাটো দুর্ঘটনা নিত্যনৈমিত্তি ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হলে রোববার বিকেলে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন। এ সময় টোল ফাঁকি দেওয়ার অপরাধে সার্ভিস লেন দিয়ে গাড়ি চলাচলের দায়ে বিভিন্ন গাড়িকে আর্থিক জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও ভাঙ্গা সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান জানায়, উপজেলার শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন সরকারের নির্দেশনা মোতাবেক ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ড্রাইভিং লাইসেন্সবিহীন ও হেলমেট ব্যতিত বেপরোয়াভাবে মোটরযান চালনার অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ধারায় ০৯টি পৃথক মামলায় মোট ১২০০০/-টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়া সার্ভিস রোডে সরকারি টোল ফাঁকি দিয়ে অবৈধভাবে চলমান বাস, ট্রাক ও অন্যান্য ভারি মোটরযান চালনার অপরাধে একই আইনে ০৫
টি পৃথক মামলায় মোট ২০০০০/-টাকা অর্থদণ্ড করা হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।