করোনা: মানবশরীরে ট্রায়ালের জন্য ছাড়পত্র পেল ভারতের ভ্যাকসিন
ভারতের প্রথম সাম্ভব্য করোনা টিকা মানবশরীরে ট্রায়ালের জন্য অনুমতি পেল। কোভ্যাকসিন নামের টিকাটি ট্রায়ালের জন্য ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়ার ছাড়পত্র পেয়েছে, যা জুলাই মাস থেকেই দু’দফায় এর পরীক্ষা শুরু হবে।
হায়দরাবাদের ভারত বায়োটেক এবং আইসিএমআর (ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ) যৌথ প্রচেষ্টায় কোভ্যাকিসন তৈরি করেছে। আগামী দিনে করোনা প্রতিরোধে কোভ্যাকসিনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ব্যাপারে আশাবাদী দেশটির বিজ্ঞানীরা।
তাদের মতে, কোভ্যাকসিন ইতিমধ্যেই নিরাপদ প্রমাণিত হয়েছে। সফলভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলায় এই ভ্যাকসিন কার্যকরী হতে চলেছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। সূত্র: নিউজ এইটটিন