• ঢাকা
  • সোমবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৪ ইং
পীযুষ সিকদার এর লেখা দুইটি বইয়ের মোড়ক উন্মোচন

নিরঞ্জন মিত্র ( নিরু) ( ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুর সদরের কানাইপুর সিকদার বাড়ীর কৃতি সন্তান পীযুষ সিকদার এর লেখা দ্বিতীয় পর্বের দুইটি বইয়ের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক অতুল সরকার।

(৩০ অক্টোবর) সন্ধায় কানাইপুর হোগলাকান্দি বেগম রোকেয়া কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদ্যা নিকেতন প্রাঙ্গণে ”তবুও মনে রেখ ও বাজিকর” নামক দুটি প্রবন্ধ বইয়ের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল সরকার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শহীদ পরিবারের কৃতি সন্তান কবি সাহিত্যিক পীযুষ সিকদার এর বই দুটি পড়ে নতুন প্রজন্ম সম্পর্কে কিছু ধারণা পাবে। নাট্য সাহিত্য বিষয়ে নিয়ে বই দুইটি লেখা, বই দুইটি পড়ে মুক্তিযোদ্ধার চেতনা, মহৎ, মানবিক, দক্ষ সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব হবে। তিনি অভিভাবকদের বলেন, লেখা পড়ার পাশাপাশি ছেলে মেয়েদের বেশি বেশি নাট্য সাহিত্যিক বই পড়ার কথা বলে। যে বেশি বই পড়বে তাঁর তত জ্ঞান অর্জন হবে।

কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে মোড়ক উন্মোচন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম, সরকারি রাজেন্দ্র কলেজ বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক চৈতন্য দাস, জজ কোর্টের ভারপ্রাপ্ত পি.পি এ্যাডভোকেট দুলাল চন্দ্র সরকার, জজ কোর্টের এ. পি. প. এ্যাডভোকেট স্বপন সাহা, ঢাকা ম্যাক এক্সোরিজ চেয়ারম্যান রাধা গোবিন্দ পোদ্দার, কবি জাহাংগীর খান, বিশিষ্ট ব্যবসায়ী বিপ্লব কুমার সাহা প্রমূখ।

এসময় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, সাধারণ নাগরিক ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষাবিদ ও সংগঠক সুবীর সিকদার।
বই উন্মোচন অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।