• ঢাকা
  • শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং
করোনায় আক্রান্ত ও মৃত্যুতে ‘নাজেহাল’ ভারত, শনাক্ত রোগী ৩৬ লাখ

শনাক্ত রোগীর সংখ্যার হিসেবে বিশ্বে ভারতের অবস্থান তৃতীয়। ছবি সংগৃহীত

প্রাণঘাতী করোনা ভাইরাসে নাজেহাল ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরো ৭৮ হাজার ৫১২ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ৩৬ লাখ ছাড়ালো। সোমবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

এছাড়া গত একদিনে করোনায় দেশটিতে ৯৭১ জনের মৃত্যু হয়েছে। এতে ভারতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৬৪ হাজার ৪৬৯ জনে দাঁড়ালো।

করোনায় বিপর্যস্ত দেশটিতে গতকাল বিশ্বে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড গড়ে। শনাক্ত রোগীর সংখ্যার হিসেবে ভারতের অবস্থান বিশ্বে তৃতীয়।

তবে দেশটিতে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৭ লাখ ৭০ হাজারের বেশি মানুষ।

করোনায় সবচেয়ে দেশটিতে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। শুধু এই রাজ্যেই শনাক্ত রোগীর সংখ্যা আট লাখের কাছাকাছি। মারা গেছে ২৪ হাজারের বেশি মানুষ।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা অন্ধ্র প্রদেশে শনাক্ত রোগীর সংখ্যা চার লাখের বেশি, মৃত্যু হয়েছে তিন হাজার ৮৮৪ জনের। এরপরেই অবস্থান তামিল নাড়ু, কর্ণাটক, উত্তর প্রদেশ ও দিল্লির। এনডিটিভি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।