• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
নব- বর্ষের অনুষ্ঠান বন্ধ

করোনাভাইরাসের কারণে বাংলা নববর্ষের সব অনুষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে চলমান কার্যক্রম সমন্বয় করতে মঙ্গলবার সকাল ১০টায় ৬৪টি জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী।

সেখানে তিনি নববর্ষের সব অনুষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানান। প্রধানমন্ত্রী বলেন, নববর্ষের অনুষ্ঠান আমরাই শুরু করেছিলাম।
কিন্তু তাও আমাদের বন্ধ রাখতে হচ্ছে। মানুষের কল্যাণেই এ অনুষ্ঠান না করার অনুরোধ আপনাদের।জনসমাগম এড়িয়ে ডিজিটালি নববর্ষ পালনের কথাও বলেন তিনি।
এ ছাড়া চলমান সাধারণ ছুটির মেয়াদ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে সেই ছুটি বাড়তে পারে।
এর আগে ২৬ মার্চের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান স্থগিত করা হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।