হঠাৎ বাতাসের গতি পরিবর্তনই এ হতাহতের অন্যতম কারণ বলে জানিয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা ও সামরিক মন্ত্রণালয়
চীনের সিচুয়ান প্রদেশের একটি পাহাড়ি বনেদাবানলের আগুন নেভাতে গিয়ে কমপক্ষে ২৬ ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন।
রবিবার (৩১ মার্চ) ৩ হাজার ৮০০ মিটার (১২,৫০০ ফুট) উচ্চতায় দাবানলের আগুন নেভানোর সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা ও সামরিক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়টির দেয়া তথ্যানুযায়ী, শনিবার লাগা আগুন নেভাতে ৬৮৯ জন দমকলকর্মী কাজ করে। হঠাৎ বাতাসের গতি পরিবর্তন হলে তবে প্রায় ৩০ জন দমকলকর্মীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ কারণেইহতাহতের ঘটনা ঘটে।
মন্ত্রণালয়টি আরও জানায়, “এ ঘটনায় নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। তবে কতজন নিখোঁজ রয়েছে তার সংখ্যা জানানো হয়নি। এর আগে পিপলস লিবারেশন আর্মির ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড ২৪ জন মারা গেছে বলে জানায়।”
এদিকে, ঘটনাস্থলে চিকিৎসাকর্মীদের বহনকারী দুটি হেলিকপ্টার প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়টি।
এর আগে, গত মাসে শিল্প এলাকায় কয়েকটি বিস্ফোরণে অন্তত ৮৫ জন নিহত হয়েছেন।