• ঢাকা
  • শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ ইং
করোনার সঙ্গেই আমাদের বসবাস করা শিখতে হবে’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মহামারি করোনাভাইরাসে নাকাল গোটা বিশ্ব। থেমে আছে বিশ্বের অনেক কিছু। এমনকী গৃহবন্দি হয়ে আছে অনেক মানুষ। তবে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইয়াসুস জানিয়েছেন নিরাপদে থেকে করোনার সঙ্গেই আমাদের বসবাস করা শিখতে হবে। মহামারি মানে এই নয় যে জীবন থেমে থাকবে। খবর সিএনএনের।

ঘেব্রেইয়াসুস বলেছেন— আমাদেরকে করোনাভাইরাসের সঙ্গেই বসবাস করা শিখতে হবে। আর এটা করতে হবে নিজেদের ও অন্যদের নিরাপদে রাখার মাধ্যমে। বিশেষ করে যারা উচ্চ ঝুঁকিতে আছেন তাদের। মহামারি মানে এই নয় যে জীবন থেমে যাবে।

এ সময় তিনি সৌদি আরবকে ধন্যবাদ জানান যথাযথ নিরাপত্তা, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে হলেও হজ প্রত্যাশীদের হজ করার সুযোগ করে দেওয়ার জন্য। বিষয়টিকে তিনি নিউ নরমাল লাইফের উকৃষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। এভাবেই নিরাপদে, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে জীবনকে চালিয়ে নিতে হবে মহামারির এই সময়ে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।